হাটহাজারীতে অজগর উদ্ধার, বনে অবমুক্ত 

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৯:৫১ অপরাহ্ণ

হাটহাজারীতে বসতঘর থেকে ১৪ ফুট লম্বা ২০ কেজি ওজনের বার্মিস পাইথন (অজগর) ও ৪ ফুট লম্বা পদ্ম গোকরো সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে ডাবলুএসআরটিবিডির সহযোগিতায় পৌরসভার সন্দ্বীপ পাড়া নোয়ামিয়া সর্দারের বাড়ি ও পশ্চিম দেওয়ান নগর বিল থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ সাপগুলো উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও ডাবলুএসআরটিবিডি’র সহযোগিতায় বুধবার বিকেলে সাপগুলো উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধার করার পর সাপগুলোকে একই দিন সন্ধ্যায় হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে ছেড়ে দেওয়া হয়।

গত সোমবারও উপজেলার ২নং ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজম মেম্বার বাড়ি এলাকা থেকে বন বিভাগ একটি অজগর সাপ উদ্ধার করে। উদ্ধারকৃত সাপটিও বন বিভাগের আওতাধীন বন এলাকায় অবমুক্ত করা হয়েছিল। 

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আবাদি জমির মাটি বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশাহ আমানতে নেপালী বিমানের জরুরি অবতরণ