হাটহাজারীতে অজগর অবমুক্ত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

হাটহাজারীর দক্ষিণ মাদার্শার একটি বাড়ি থেকে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

আজ রবিবার (১৩ নভেম্বর) বিকালে এসআরটিবিডির সহযোগিতায় উপজেলার দক্ষিণ মাদর্সা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে অজগরটি উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও এসআরটিবিডির সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। এটি ৬ ফুট লম্বা এবং এর ওজন ৬ কেজি।

তিনি আরও জানান, উদ্ধার করার পর সাপটিকে হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের স্বপ্নটা ভেঙেই দিল ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধ“ময়ূর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন”