হাটহাজারী উপজেলা এসআরটিবিডি-এর সহযোগিতায় ১০ ফুট দৈর্ঘ্য একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ অজগর সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার আওতাধীন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাশ থেকে আজ এ অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় বনবিভাগের আওতাধীন গহীন জঙ্গলে সেটিকে অবমুক্ত করা হয়।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে স্থানীয় সংগঠনের সহযোগিতায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করা হয়। পরে আমাদের আওতাধীন গহীন জঙ্গলে সেটিকে অবমুক্ত করা হয়।”
এসময় বনবিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, মো. হাসমত, এফজি জসিম উদ্দিন, এফজি রওশন আলী উপস্থিত ছিলেন।