হাটহাজারীতে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৩:৩৭ অপরাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ মঙ্গলবার(৩১ মে) হাটহাজারী পৌরসভার কাচারী সড়ক, মেডিকেল সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, “অভিযান পরিচালনা করার সময় লাইসেন্সবিহীন, অনিবন্ধিত, সরকারি ওষুধ রাখার অপরাধে আল রহমান ফার্মেসিকে ১০ হাজার, সিয়াম মেডিসিন হলকে ১৫ হাজার, মক্কা মেডিসিন হাউসকে ৫ হাজার ও ইহসান মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরো বলেন, “ফার্মেসিতে অভিযানের সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও পৌরসভার অধিকাংশ দোকান বন্ধ করে পালিয়ে যায়।”

অভিযান পরিচালনার সময় চট্টগ্রাম ওষুধ প্রশাসনের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পুকুরে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সাড়ে ৪১ হাজার ঘনফুট বালু জব্দ