হাটহাজারীর ওসি প্রত্যাহার!

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ১১:৩৭ অপরাহ্ণ

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন সবুজকে আজ বৃহস্পতিবার (২২ জুন) প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম মহানগরীর পুলিশ লাইনে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে নির্ভরযোগ্য একটি সূত্র ওসি রুহুল আমীনকে প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সূত্রটি সেই বিষয়টি জানাতে পারেনি।

অপর একটি সূত্র ওসি রুহুল আমীনকে বেশ কিছুদিন যাবত উর্ধ্বতন কর্তৃপক্ষ বদলি করার কথা শোনা যাচ্ছিল বলে উল্লেখ করে জানায়, সরকারি চাকরি বদলিযোগ্য। তারই ধারাবাহিকতায় হয়তো বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটাইটানের খোঁজে সমুদ্রের তলদেশে রোবটযান
পরবর্তী নিবন্ধপাওয়া গেছে সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ