হাটহাজারীতে পুকুর থেকে পানি সেচ নিয়ে প্রতিপক্ষের হামলায় মো. বাদশা (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উক্ত ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র।
জানা যায়, গত বুধবার পারিবারিক অনুষ্ঠানের কাজে বাদশা পরিবার নিয়ে বাহিরে চলে যায়। আজ শনিবার সকালে বাড়িতে এসে দেখতে পায় তার পুকুর থেকে পাম্প মেশিন দিয়ে প্রতিপক্ষ ক্ষেতে পানি সেচ দিচ্ছে। এ বিষয়ে প্রতিপক্ষের সাথে কথা-কাটাকাটি হয় তার। কথা-কাটাকাটির এক পর্যায়ে বাদশকে দুই দফায় বেধড়ক পিটুনী দেয় তারা। পরে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।
এদিকে, স্থানীয়রা হামলাকারী মাহাবুব(৫৭)কে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও তার ইউনিয়নে ৭নং ওয়ার্ডের জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ হয়তো জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
থানার ওসি (তদন্ত) নুরুল আলম গণমাধ্যমকে প্রতিপক্ষের হামলা এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে হামলাকারীকে আটক করেছেন বলে জানান। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।