হাটহাজারীতে নবজাতকের মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ৮:৫১ অপরাহ্ণ

হাটহাজারীতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপরে উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়াডের শাহজালাল স্কুল এন্ড কলেজের পাশের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পথচারীরা চলাচলের সময় স্কুলের পাশে নালায় কাপড় মোড়ানো অবস্থায় নবজাতককের মরদেহ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতক শিশুর মরদেহটি উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানা উপ-পরিদর্শক মো. ফয়সাল মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান পরিচয় না পাওয়ায় নবজাতকের মরদেহটি উদ্ধার করে বড়দিঘীর পাড় সংলগ্ন সুলতান নসরত শাহ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়। নবজাতকটির মরদেহটি পচন ধরেছে। ৩/৪ দিন পূর্বে মরদেহটি এই নালায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউসুফ হত্যার আসামি আবু তালেব কারাগারে
পরবর্তী নিবন্ধদেশের পথে মেসিরা