হাটহাজারীতে ডাক্তার-নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৮:৩১ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার(১৭ আগস্ট) ভোরে ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বের অবহেলার অভিযোগ করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা আবু মোরশেদ রায়হানের স্ত্রী নাহিদা আকতারকে ডেলিভারির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এই সময় কর্তব্যরত নার্স ও চিকিৎসক রোগী দেখে ভেলিভারির ব্যবস্থা করেন। আজ বুধবার সকালে নাহিদা আকতার মৃত বাচ্চা প্রসব করলে ভুক্তভোগী পরিবারের পক্ষে দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলার অভিযোগ করা হয়।

এ ব্যাপারে রাতে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শাকিলার কাছে জানতে চাইলে তিনি তাদের অভিযোগ সত্যি নয় বলে জানান।

তিনি বলেন, “নবজাতক মারা যাওয়ায় তারা হয়তো সংক্ষুব্ধ হয়ে এই অভিযোগ করেছেন। রাতে তিনজন ডেলিভারি রোগী এসেছিল। একজনকে সিজারিয়ান অপারেশন করতে হবে বলে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করি। এ পরিবার যখন রাতে আসে আমরা দেখে নরমাল ডেলিভারি হবে বলেও জানিয়েছিকিন্তু বাচ্চা ময়লা খেয়ে ফেলেছে ও বাচ্চার অর্ধেক মাথা বের হয়ে গেছে। বাচ্চার পেটে ময়লা প্রবেশ করায় নবজাতক মারা গেছে।”

সিনিয়র স্টাফ নার্স শাকিলা বলেন, “রাতেও একটি নরমাল ডেলিভারি করিয়েছি। গত পরশু পাঁচজনকে নরমাল ডেলিভারি করিয়েছি।” অবহেলা কেন করবেন, রোগীদের সেবা দেয়াই তাদের কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ গণমাধ্যম্যকে বলেন, “একজন নবজাতকের মৃত্যু হয়েছে। বাচ্চাটির পেটে ময়লা প্রবেশ করার কারণে ডেলিভারির আগেই মারা যায়। যদি নাইট ডিউটির কর্তব্যরত চিকিৎসক ও স্টাফ নার্সদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে তাহলে তদন্ত কমিটি করে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধহালিশহর থানা ছাত্রলীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে করাত কলের মালামাল জব্দ