হাটহাজারীর মির্জাপুরে মুছা হত্যার ঘটনায় মামলা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৯:০২ অপরাহ্ণ

হাটহাজারীর মির্জাপুরে দুর্বৃত্তের কোপে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিহত নাসির উদ্দীন প্রকাশ মুছা হত্যার ঘটনায় আজ বুধবার নিহতের স্ত্রী আলম আরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তিন মহিলাকে আটক করে আজ বুধবার আদালতে প্রেরণ করেছে।

আটককৃতরা হলো জেসমিন আকতার, জোয়াজমিন বেগম ও নুর জাহান।

জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাচা মিয়া সওদাগরের বাড়ির মৃত সোনা মিয়ার পুত্র নাসির উদ্দীন প্রকাশ মুছা দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে মারা যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে গণমাধ্যমকে জানান।

আর এই ঘটনায় তিন মহিলাকে আটক করা হয়েছে বলে উল্লেখ করে তিনি আটককৃতদের আজ বুধবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়ি আদালত কক্ষ থেকে জজের কম্পিউটার চুরি