হাটহাজারীর গড়দুয়ারার মো. আবু তাহের (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গতকাল সোমবার লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আকবর আলীর বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র হত্যা মামলাটির প্রধান আসামী মো. ইউসুফ প্রকাশ দুদু মিস্ত্রী (৫০) ও তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার (৪৫)।
উল্লেখ্য, গত ২৪ জুন রাত নয়টার দিকে নিজের বসতঘরের পাশে পুকুরের পাড়ে বাঁশ দিয়ে তৈরি করা একটি বৈঠকখানা ভেঙে ফেলার জের ধরে গ্রেফতার মো. ইউসুফ ও পরিবারের সদস্যরা আবু তাহেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় ওই দিন রাতে নিহতের ছেলে মো. আজম বাদী হয়ে পাঁচজনকে সুনিদিষ্ট ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর আটক ইউসুফের ১ম স্ত্রী জোহরা বেগম(৫০)কে পুলিশ গ্রেফতার করে। ঘটনার পর এজাহারভুক্ত অন্যান্য আসামীরা পলাতক ছিল। গ্রেফতারদের আজ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, উপজেলার গড়দুয়ারায় আবু তাহের নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী ও তার দ্বিতীয় স্ত্রীকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।










