হাটহাজারীতে মামা হত্যাকারী সৎ ভাগিনা আটক

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ২:৩৮ অপরাহ্ণ

হাটহাজারীতে মামা হত্যার অন্যতম আসামী সৎ ভাগিনা সাইফুল ইসলাম বাদশা(৩৫)কে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র্্যাব-৭।

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামাকে নৃশংসভাবে খুন করে আটক এই ভাগিনা। র‌্যাব কর্তৃক আটক বাদশা হাটহাজারী পৌরসভার দেওয়াননগর এলাকার বুলবুলি পাড়ার ফুল মিয়া(আবদুল মালেক)-এর পুত্র। আজ শনিবার(১৮ জুন) র‌্যাব-৭ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, নিহত মুছা মিয়া পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। মুছা মিয়া এবং তার সৎ ভাগিনা ধৃত আসামী বাদশার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলছিল। এ সংক্রান্ত ব্যাপারে সাইফুল ইসলাম বাদশা একটি মামলা করলে উক্ত মামলায় মুছা মিয়া ৬ মাসের হাজতবাস করেন। ঘটনার দিন মুছা মিয়া সারাদিন অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার উদ্দেশে বাদশার বসতঘরের পাশে চলাচলের রাস্তার উপর পৌঁছামাত্র আসামী শাহজাহানসহ তার অপরাপর সহযোগী মিলে পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দা ও কিরিচ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে মারাত্মকভাবে জখম করে মুছা মিয়াকে। পরে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

নিহতের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ৬ জন নামীয় এবং ২/৩ জন অজ্ঞাতনামাকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে এজাহারনামীয় ৩নং আসামী সাইফুল ইসলাম(বাদশা)কে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামী এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও অন্যতম পরিকল্পনাকারী ছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মামলার ২নং আসামী মো. শাহজাহান ধৃত আসামী সাইফুল ইসলাম(বাদশা)-এর আপন ভাইকে র‌্যাব-৭ একই অপরাধের কারণে গত ৩০ এপ্রিল আটক করেছিল।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে তলিয়ে গেল সিটি মেয়রের বাড়িও
পরবর্তী নিবন্ধপাহাড়ের মানুষ আগের মতো পিছিয়ে নেই