হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ১০:১৯ অপরাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো নুরু উদ্দিন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

আজ সোমবার (২০ মার্চ) বিকালে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মেডিকেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত নুরু উদ্দিন পৌরসভার চন্দ্রপুর গ্রামের মো. রফিকের পুত্র।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সোমবার বিকালে নুরু উদ্দিন মোটরসাইকেল যোগে নাজিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি ভাসিয়ে দিল জয়ের আশা
পরবর্তী নিবন্ধছাত্রলীগ নেতা ইভান হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার