হাটহাজারীতে মূল্যতালিকা না থাকায় জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৬:৪৭ অপরাহ্ণ

হাটহাজারীর চৌধুরীহাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আবু রায়হান।

এ সময় মাছের দোকান, মুদির দোকান, মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৩৮ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রায়হান জানান, মূল্যতালিকা না থাকায় মাছের দোকান, মুদির দোকান ও মাংসের দোকানে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান হাসপাতালের বাথরুমে নারীর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধ১০ মাসের সন্তান রেখেই গৃহবধূর আত্মহত্যা