হাটহাজারীতে উল্টো পথে গাড়ি চলাচল করে যানজট সৃষ্টির অভিযোগে ৮ মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মেখল ইউনিয়নের ইছাপুর ফয়েজিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।
এসময় উল্টো পথে চলাচল করে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটার পরিবেশ সৃষ্টি করার অপরাধে ১৪টি সিএনজিচালিত অটোরিক্সা, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার ও ১টি পিকআপের ড্রাইভারকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ১৮টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, “মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় এই অভিযান।”
প্রয়োজনে অভিযান আরও কঠোরতর হবে এবং অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।