হাটহাজারীতে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার চৌধুরীহাট বাজারে একটি ঔষধের দোকান ও একটি খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার,উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম যৌথভাবে এপিবিএন-৯ এর একটি টিম চৌধুরীহাট বাজারের বিসমিল্লাহ ফার্মা নামে একটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং ফুলকলি নামে একটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করে।
ইউএনও অভিযানের বিষয়টি নিশ্চিত করে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।