হাটহাজারীতে ফুটপাত দখলমুক্ত ও জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৮:২৪ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসদরস্থ কামাল পাড়া সড়কের উপর ভাসমান দোকান ও গাড়ি পার্কিংসহ অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানের সামনে ভাড়া দিয়ে ভাসমান দোকান গড়ে তোলার কারণে পাখির দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধভাবে দোকানের সামনে ফুটপাত দখল করে পণ্য রাখায় দায়ে দোকান মালিকদের সতর্ক করে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী ইউএনও ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম জানান, ফুটপাত দখল করে ভাসমান দোকান ও অবৈধ মালামাল রেখে জনগণের চলাচলের পথ বিঘ্ন ঘটানোর কারণে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অনেক দোকানদারকে সতর্ক এবং এক দোকানীকে জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় কামাল পাড়া যুব সংঘের সাবেক সভাপতি এম এ মন্নান, জাহিদুল ইসলাম, সভাপতি মো. নাসির উদ্দীন, পৌর কর্মচারী মনোয়ার হোসেন অভিযানে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১৪ কক্ষ প্রত্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধ“দেশ এখন দোযখ হয়ে গেছে”