হাটহাজারীতে ৫ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৯:৩৯ অপরাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (১৯ মার্চ) পৌরসভার কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

অভিযান পরিচালনাকারী এসি ল্যান্ড বলেন, “পৌরসভার কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করার সময় বিভিন্ন অনিয়মের অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম অফিসের পরিদর্শক প্রকৌশলী মো. জিল্লুর রহমান, ফিল্ড অফিসার জেরিন তাসনিম প্রসিকিউটর হিসেবে এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সহায়তা করেন।”

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপর্যটন নগরীতে ছুরিকাঘাতে পর্যটকের মোবাইল-টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধএ রাস্তা দিয়েই যেতে হয় পর্যটন নগরী কক্সবাজার!