প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে হাটহাজারীর যুবক রাজবাড়ীতে গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ৯:০০ অপরাহ্ণ

হাটহাজারীর গুমানমর্দ্দন এলাকার মো. রিয়াজ উদ্দিন (২১) নামে এক যুবককে রাজবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে।

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তিনি গুমানমর্দ্দন ইউনিয়নের পূর্ব গুমানমর্দ্দন এলাকার জনৈক আনোয়ার হোসেনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে রিয়াজ উদ্দিনের পরিচয় হয়।

পরিচয়ের সূত্র ধরে প্রায় সময় তাদের মধ্যে কথা হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হলে এই যুবক তাকে (প্রবাসীর স্ত্রীকে) অনৈতিক আবদার করে। সে এই যুবকের অনৈতিক আবদারে রাজি না হলে যুবকটি কৌশলে প্রবাসীর স্ত্রীর সাথে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই অভিযোগে রিয়াজকে গ্রেফতার করে পুলিশ।

ইতিমধ্যে প্রাবসী তার বাড়িতে আসলে স্ত্রী তার স্বামীকে বিষয়টি অবগত করেন। প্রবাসী স্বামী এই যুবককে রাজবাড়ীতে ডেকে নেন। যুবক প্রবাসীর স্ত্রীর সাথে দেখা করতে গেলে পুলিশ তাকে সেখানে গ্রেফতার করে।

এই ঘটনায় গতকাল বুধবার ওই প্রবাসীর স্ত্রী বাদি হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে রাজবাড়ী থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম জানান, ইতিমধ্য এই নারীর প্রবাসী স্বামী দেশে ফিরে আসেন। তার স্বামী দেশে আসলে স্ত্রী বিষয়টি তার স্বামীকে জানান। পরে তার স্বামী রিয়াজকে রাজবাড়ী সদর উপজেলার একটি নিদিষ্ট স্থানে আসতে বলেন। রিয়াজ সেখানে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

তার বিরুদ্ধে আরেও কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর দুই দিনব্যাপী অ্যাডমিশন ফেস্টিভল শুরু ৪ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধচসিক কাউন্সিলর হুরে আরা বেগমের অফিসে দুদকের অভিযান