হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:১৮ অপরাহ্ণ

হাটহাজারীতে আজ শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে হঠাৎ অজ্ঞাত স্থান থেকে ছুটে এসে রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছে সেখানেই তাকে কামড়ে দিয়েছে। এভাবে লোকজনকে কামড়ে পাগলা কুকুরটি পূর্ব দিকে ছুটে যায়।

কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন জান্নাতুল পুষ্পা (৫), নেপাল (৪৫), আমান উল্লাহ (১৭), হাসান উল্লাহ (১৭), মাসুদুর (১৩), ফয়েজ (১৯), হাসান (৩৫), সিহাব (১০), ডেইজি আক্তার (৩৮), উত্তম আলী (৫২) ও আবিদ (৮)।

আহতদের মধ্যে প্রথম চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের প্রত্যেকের বাড়ি মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে।

পূর্ববর্তী নিবন্ধ“দেশ ছেড়ে পালাব না”
পরবর্তী নিবন্ধবান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল