হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৩:০৬ অপরাহ্ণ

হাটহাজারীতে ট্রাকবোঝাই অবৈধভাবে কাঠ পাচারের সময় চিরাইকৃত গামারী ও গর্জন কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।

গতকাল সোমবার ভোরে হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ ক্যাম্পের সহযোগিতায় এ কাঠগুলো জব্দ করা হয়।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ক্যাম্পের সামনে থেকে সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় ট্রাকবোঝাই অবৈধভাবে কাঠ পাচারের সময় সংকেত দিলে দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যায়। পরে ধাওয়া করে চট্টগ্রাম মহানগরের কালুরঘাট থেকে চালকবিহীন গাড়িটি কাঠসহ জব্দ করি। আটককৃত কাঠের পরিমাণ আনুমানিক ২শত ৪৬ ঘনফুট।”

এ সময় কাউকে আটক করা না গেলেও বন সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জব্দকৃত কাঠ বন বিভাগ উপজেলার ১১ মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।

এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মেহেদী, এফজি মিলন কান্তি মণ্ডল সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কারিতাসের এফসিসিপি প্রকল্প অবহিতকরণ সভা
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর প্রবাসীর মৃত্যু