হাটহাজারীতে আগুনে পুড়েছে বসতঘর

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২০ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসদরে এক অগ্নিকাণ্ডে একটি কাঁচা বসতঘর পুড়ে যায়। এ সময় ঘরে রাখা মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে পৌরসদরের ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর, জোহরা বাপের বাড়ির
সিএনজিচালিত অটোরিকশা চালক মো. ফারুকের মালিকানাধীন কাঁচা বসতঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে।

এদিকে, ঘটনার খবরে হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে ১টি ইউনিটের ২টি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে রাখা এনজিও থেকে নেওয়া নগদ ৮০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হলে চার কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘরে রাখা ফ্রিজ, আসবাবপত্র, একটি ভ্যানগাড়ি ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধজামাল খানে দেয়াল ধসে আহত ব্যক্তিরও মৃত্যু
পরবর্তী নিবন্ধফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের নকশা বাছাইয়ের কাজ চলমান