হাটহাজারীতে আজ শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কুয়াইশ অনন্যা আবাসিক এলাকার সিদ্দিক ড্রাইভারের বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডে সাত পরিবার নিঃস্ব হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকা বলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
স্হানীয়, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের পরিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে অনন্যা আবাসিক এলাকার সিদ্দিক ড্রাইভারের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়লে সাত পরিবারের বসতঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন মোহাম্মদ ইউসুফ প্রকাশ দুদু মিয়া, মোহাম্মদ ইসমাইল, নুরনাহার বেগম, শামসুল আলম, আব্দুল মালেক, মাহবুবুল আলম ও মোহাম্মদ আলী।
সংবাদ পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেন জানান স্টেশনটির সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আনিসুর রহমান।
তিনি বলেন, “অনন্যা আবাসিক এলাকার পাশে একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগেই টিনশেডের ঘর হওয়ায় সব পুড়ে ছাই হয়ে যায়।”