হাটহাজারীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাজমু আকতার মিরা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফজল হক মেম্বার বাড়ির মো. ইসমাঈলের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিরা ইসমাইলের স্ত্রী।
স্থানীয় ও থানা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, নাজমু আকতার মিরা পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের বিমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরে স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন তার ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক গৃহবধূর আত্মহত্যা করার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ সংবাদ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পেরণ করেন বলে গণমাধ্যমকে জানান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।