হাটহাজারীতে উদ্ধার অজ্ঞাত পরিচয় মরদেহের পরিচয় মিলেছে

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:২৭ অপরাহ্ণ

হাটহাজারীতে গতকাল শনিবার দিবাগত রাতে মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধাম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহের পরিচয় মিলেছে। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমসিয়া গ্রামে। তিনি ওই গ্রামের দত্ত বাড়ির কানু দত্তের স্ত্রী মেরী দত্ত (৫২)।

নিহতের স্বজনরা গতকাল শনিবার এসে মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

আজ রবিবার (৩০ এপ্রিল) মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন সবুজ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঈদে মামার বাড়িতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু