হাটহাজারীসহ সারা দেশে সরকার নতুন ক্লাসে ভর্তির বিষয়ে সেশন ফি নির্ধারণ করে দিয়েছে।
সরকার কর্তৃক এই নির্ধারিত ফি মেট্রোপলিটন এলাকায় এক রকম। আর উপজেলা পর্যায় অর্থাৎ গ্রাম এলাকার জন্য ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে কিন্তু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছামতো ফি আদায় করার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত সেশন ফি’র অতিরিক্ত ফি আদায় করার কারণে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সরকার নিধারিত সেশন ফি-এর বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই উপজেলায় ৯শ’ থেকে সাড়ে ৯শ’ এমনকি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হাজার টাকার বেশি আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
ফলে গ্রামাঞ্চলের অপেক্ষাকৃত নিম্নবিত্ত পরিবারকে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ব্যাপারে আর্থিক সংকটে পড়তে হচ্ছে বলে অনেক অভিভাবক গণমাধ্যমকর্মীদের নিকট অভিযোগ করছেন।
সরকার নিধারিত সেশন ফি’র অতিরিক্ত আদায় করার বিষয়টি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমের নিকট স্বীকার করেন। তবে মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানে সরকার যে সেশন ফি নির্ধারণ করেছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুসারে ফি আদায় করা হচ্ছে বলে প্রধান শিক্ষকগণ উল্লেখ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগ পাননি। যদি কেউ এ বিষয় নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেন তাহলে তিনি যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।