হাটহাজারীর ফরহাদাবাদ ইউপিতে নির্বাচন ১৫ জুন

জনমনে উল্লাস

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৫:২৮ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ অবশেষে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এই ইউনিয়নের দীর্ঘ প্রতিক্ষিত নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় ইউনিয়নের জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে।

নির্বাচন কমিশন আগামী ১৫ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন খন্দকার দেশের অন্যান্য ইউপি নির্বাচনের সাথে এই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইউনিয়নের সীমানা জটিলতার কারণে গত ২৮ নভেম্বর এই উপজেলার আওতাধীন অন্যান্য ইউপি নির্বাচনের সাথে এই ইউপির নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি।

উপজেলার অন্যান্য ইউপির সাথে নির্বাচন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা ছিল। তফসিল ঘোষণার পর এলাকাবাসীর মন থেকে সেই হতাশার ভাব কেটে গেছে।

এই ইউনিয়নে গত ২৮ নভেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের(ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন।

গত বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কমিশন মোঃ আনোয়ার খালিদ।

তিনি জানান, সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে নির্ধারণ করা হয়েছে।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৮৬। তাদের মধ্যে পুরুষ ১২,৯৮৩, মহিলা ১১,৮৭৩। তবে কেন্দ্রীয় কার্যালয় থেকে আপগ্রেট ভোটার তালিকা পাওয়ার পর জানা যাবে বর্তমান ভোটারের সংখ্যা।

এদিকে, নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই মাঠে নেমে পড়েছে মনোনয়ন প্রত্যাশীরা। বিশেষ করে দলীয় প্রতীক পাওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা বড় বড় নেতাদের নিকট দৌড়ঝাঁপ শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরেলস্টেশন রোডে লাল গ্রুপের ৫ ছিনতাইকারী আটক
পরবর্তী নিবন্ধপ্রাইভেটকারে ইয়াবা পাচার করছিল তারা