হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৩৪ অপরাহ্ণ

হাটহাজারীতে বিদ্যুৎ্স্পৃষ্ট হয়ে মো. সিয়াম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার কামাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ভোলা জেলার কাছিয়া উপজেলার কালীনগর গ্রামের আব্বাসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায, সে পৌরসভার কামাল পাড়া এলাকায় একটি ভবনের ছাদ ঢালাই করার আগে বৈদ্যুতিক লাইনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। উপস্থিত লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা কমপ্লেক্সের জরুরি বিভাগের উদ্বৃতি দিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা গণমাধ্যকে নিশ্চিত করেছেন।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) নূরুল আলম এ বিষয়ে তার জানা নেই বলে উল্লেখ করে তিনি খবর নিচ্ছেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে অসুস্থ হয়ে পর্যটকশিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে মোটরসাই‌কেল দুর্ঘটনা