হাটহাজারীতে অবৈধভাবে পাহাড়ি কাঠ কাটা ও পরিবহনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার বাস স্টেশন এলাকায় নামবিহীন একটি করাতকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউ্এনও) মো. শাহিদুল আলম এই অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরস্থ সন্দ্বীপ পাড়া এলাকায় মো. আলমগীর নামে জনৈক ব্যক্তি অবৈধভাবে পাহাড়ি কাঠ কেটে জীপে পরিবহন করে বাস স্টেশন এলাকায় করাতকলে নিয়ে আসার পর গাড়িসহ জব্দ করা হয়।
পরবর্তীতে অবৈধভাবে কাঠ কাটার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. শাহিদুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের অপরাধে জনৈক মো. আলমগীরকে বন আইন ১৯২৭ এর ২৬(১ক) ধারায় দোষী সাব্যস্থ করে অর্থদণ্ড প্রদানপূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।