হাটহাজারীর ধলই ইউনিয়নের পূর্ব ধলই এলাকায় আজ রবিবার (৯ জুলাই) রাত আটটার দিকে ৫নং ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্হানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের পর পর ধলই প্রবাসী পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেন।
স্হানীয়, প্রত্যক্ষদর্শী, অগ্নিদুর্গতদের পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ অগ্ন্কিাণ্ডে নেজাম উল্ল্যাহ, আবুল বশর লেদু, আবু সালেহ ও মোহাম্মদ আলম এই চার পরিবারের বসতঘরসহ ঘরে রক্ষিত নগদ দুই লাখ টাকা, মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান অগ্নিকাণ্ডের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।












