হাটহাজারীতে চার তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত মো. ইমন হোসেন বাদশা নামে ১৯ বছর বয়সী এক ব্যক্তি সাত দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১০ অক্টোবর) মারা গেছেন।
তিনি হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রাম দক্ষিণ পাহাড়ের বাসিন্দা মো. জসিম উদ্দিনের পুত্র।
স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইমন পৌরসভার আলীপুর গ্রামে একটি চার তলা ভবনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান।
উপস্থিত লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
গত তিন দিন আগে তার অপারেশন হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর আজ মঙ্গলবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।