হাটহাজারীতে গরু চুরি করে পালানোর সময় দুই চোর আটক

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৯:১৮ অপরাহ্ণ

হাটহাজারী থেকে গরু চুরি করে পালানোর সময় কারসহ দুই গরু চোরকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ জুন) সকালে ফতেপুর ইউনিয়নের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাস খাওয়ার সময় গরু চুরি করতে গিয়ে কারসহ দুই চোরকে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে ফতেপুর এলাকার জনৈক মো. সরোয়ার তার পালিত একটি গরু ফতেপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাস খেতে দিয়ে যায়। গরু ঘাস খাওয়া অবস্থায় মো. রহিম উদ্দিন প্রঃ রহিম (৩০) ও নাসিম (২৬) গাড়িতে গরুটিকে তুলে পালিয়ে যাওয়ার সময় ও স্থানীয় জনগণের সহায়তায় হাতেনাতে আটক করা হয়।

এ ব্যপারে গরুর মালিক বাদী হয়ে থানার মামলা দায়ের করেন।

আটক আসামীদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন সবুজ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির অনেক নেতা ‘তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা