হাটহাজারীর ফতেয়াবাদস্হ চৌধুরীহাট এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
আজ শুক্রবার(১৫ জুলাই) স্হানীয় শিকদার পাড়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে এ দুই শিশুর মৃত্যু হয়।
জানা যায়, আজ ফতেয়াবাদ এলাকার আলী খান চৌকিদার বাড়ির পুকুরে দুপুরের দিকে এই বাড়ির মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান(৭) ও একই এলাকার সন্দ্বীপ কলোনির মো. রাসেলের মেয়ে সুবর্ণা(৭) গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তারা পুকুর থেকে গোসল সেরে ফিরে না আসায় অভিভাবকরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে।
পরে বাড়ির লোকজন পুকুরে জাল দিয়ে পুকুরের পানিতে তলিয়ে যাওয়া শিশু দু’টিকে সংঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে। তারপর স্বজনরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ওসি(তদন্ত) সাদেকুর রহমান ফতেয়াবাদস্হ শিকদার পাড়া আলী খান চৌকিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।