তিন বছরের শিশু নৃশংসভাবে খুন

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:৪৩ অপরাহ্ণ

হাটহাজারীর পূর্ব শিকারপুর এলাকায় তিন বছরের এক শিশুকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মোহাম্মদ ওয়ালিদ নামের শিশুটি প্রবাসী জাবেদের পুত্র।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আজ বুধবার(১৫ জুন) দুপুরের দিকে ছেলেটিকে আশংকাজনক অবস্থায় ঘর থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।”

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শিশুটির নানার বাড়ি রাউজানের উরকিরচর সওদাগর পাড়া গ্রামে। তার মায়ের নাম ইসরাত জাহান।

কী কারণে কে তাকে হত্যা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর জয়
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আওয়ামী লীগ ৭, স্বতন্ত্র ৩, বিএনপি ২, জামায়াত ১টিতে জয়ী