হাটহাজারীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৮:২৮ অপরাহ্ণ

হাটহাজারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপের মাধ্যমে এক বাল্যবিবাহ বন্ধ হয়েছে। পৌরসভার ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

ইউএনও মো. শাহিদুল আলম জানান, হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ মিরেরখীল এলাকার বাসিন্দা কুলসুমা বেগম ও মৃত আবদুস শুক্কুরের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ের সংবাদ গোপনে অবহিত হয়ে তিনি এই মেয়ের জন্ম নিবন্ধন ও প্রাথমিক শিক্ষা সনদ যাচাই করেন। প্রাথমিক শিক্ষা সনদ অনুযায়ী এই মেয়ের বয়স ১৪ বছর ১০ মাস।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তিনি মেয়ের বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান। এই সময় মেয়ের প্রয়োজনীয় সকল কাগজপত্র দেখে ও আশপাশের মানুষজনের সাথে কথা বলে কথিত মেয়ের বয়স সম্পর্কে নিশ্চিত হন তিনি।

আজ বুধবার তাসলিমার মা কুলসুম বেগম ও বরের পিতা মো. আবছারকে তার (অফিসারের কার্যালয়ে) উপস্থিত হতে নিদের্শনা প্রদান করেন।

এসময় ৮নং ওয়ার্ডের পৌরসভার সহায়ক সদস্য সালাউদ্দিন মানিকসহ বর ও কনেপক্ষের অভিভাবক/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিস্তারিত শুনানির পর উভয়পক্ষ বিবাহের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নিকট এই মর্মে মুচলেকা প্রদান করেন যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা বিবাহের চেষ্টা থেকে বিরত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধ“আগামীকাল, পরশু নয়, এখনই পদত্যাগ করুন”
পরবর্তী নিবন্ধসাত ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন