হাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোছাম্মৎ মারওয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলি আহমেদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মারওয়ার নানা অধ্যাপক মোহাম্মদ হোসেন।
পুকুরের পানিতে ডুবে নিহত শিশু মারওয়া উপজেলার ধলই ইউনিয়নের হাধুরখিল এলাকার মুসা সওদাগর বাড়ির আব্দুল আল মামুনের কনিষ্ঠ কন্যা সন্তান।
জানা গেছে, বিগত এক মাস আগে নাতনি মারওয়া তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে আজ রবিবার সকালে শিশুটি ঘরের বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও নানার বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরের পানিতে মারওয়াকে ভাসতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।