পরিবারের অজান্তে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৭:৫৬ অপরাহ্ণ

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আয়শা আক্তার (৬) নামে এক শিশু মারা গেছে।

আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে হাটজাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে স্হানীয় মো. হারুনের কন্যা।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আয়শা আক্তার পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে দুপুরে পুকুরের পানিতে পড়ে যায়।

তাকে অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আয়শা আক্তারেরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. তাহরিন।

পূর্ববর্তী নিবন্ধএক দিনে আরো ৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার