হাটহাজারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৮:০৬ অপরাহ্ণ

হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে আবান তাজুয়ার রাহিয়ান(৭) নামে এক শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে। আজ রবিবার(১৪ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে।

সে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দীনের পুত্র।

৬নং ছিপাতলী ইউপি চেয়ারম্যান নূরুল আহসান লাভু জানান, কয়েক দিন পূর্বে রাহিয়ান তার নানার বাড়িতে বেড়াতে আসে। আজ রবিবার নানার বাড়ির লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুর সংলগ্ন স্থানে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।

তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে উঠতে দেখে উপস্থিত লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৬ রেস্তোরাঁকে ৭৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কীটনাশক পানে কিশোরীর মৃত্যু