হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে সামি(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার(৪ জুন) বিকালের দিকে পৌরসভার পূর্ব দেওয়ান নগর ৩নং ওয়ার্ডের আলহাজ্ব লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
সামি ওই এলাকার প্রবাসী মোহাম্মদ সরোয়ারের পুত্র।
জানা যায়, পরিবারের লোকজনের অজান্তে শিশুটি খেলতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সামিকে কোথাও পাওয়া যায়নি।
পরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।