হাটহাজারীতে বাদশা হত্যাকাণ্ডে মামলা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৯ অপরাহ্ণ

হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামে প্রবাসী মো. বাদশা মিয়া (৪২) হত্যাকাণ্ডে তার স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে এনে জানাযা শেষে স্হানীয় কবরস্হানে দাফন করা হয়েছে। মরদেহ দাফন শেষে রাতে এই মামলা দায়ের করা হয়।

মামলায় ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালুখালী জব্বার আলী চৌধুরী বাড়ির আবদুল হালিমের পুত্র মো. মাহাবুল আলম(৪৬)কে বিবাদী করা হয়েছে।

পুলিশ গতকাল শনিবার অভিযুক্তকে আটক করে।

আজ রবিবার আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ বেলাল গণমাধ্যকে জানান।

উল্লেখ্য, গতকাল শনিবার পুকুর থেকে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান স্হানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে দুই ইঞ্জিন নৌকার মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ভূমি অফিস থেকে ৩ দালাল আটক, জ‌রিমানা