হাটহাজারীতে মার্কেট থেকে মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১২:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি মার্কেট থেকে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত পৌনে বারোটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মৃত আক্কেল আলীর পুত্র।

জানা যায়, গতকাল রবিবার রাতে স্থানীয় লোকজন সরকারহাট বাজারের আরব সিটি নামে একটি মার্কেটের ভিতরে মরদেহটি দেখতে পেয়ে ৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি রাতেই থানা পুলিশকে সংবাদ দেন। রাত পৌনে বারোটার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে এব্যাপারে রাতে তিনি আর বিস্তারিত কিছু জানাতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর দক্ষিণ মাদার্শায় চাচার গুলিতে ভাতিজা আহত
পরবর্তী নিবন্ধসিত্রাংয়ের চোখ বাংলাদেশের দিকে