হাটহাজারীতে বিলুপ্ত প্রজাতির একটি গুইসাপ (রামগদি) উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকার ওবায়দুল হকের বাড়ি থেকে ডাবলুএসআরটিবিডি-এর সহযোগিতায় বিলুপ্ত প্রাণীটি উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য সাড়ে ৪ ফুট, ওজন প্রায় সাড়ে ৬ কেজি।
স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার দিবাগত রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডাবলু এসআরটিবিডি-এর সহযোগিতায় এশিয়ান ওয়াটার মনিটর বা রামগদি গুইসাপ উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য সাড়ে ৪ ফুট, ওজন প্রায় সাড়ে ৬ কেজি।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে বনবিভাগের আওতাধীন বনে অবমুক্ত করা হয়।