বাঁশখালীতে পুত্রবধূ হত্যাকারী শ্বশুর-শাশুড়ি হাটহাজারী থেকে আটক

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৮:১৯ অপরাহ্ণ

হাটহাজারীর চৌধুরী হাট এলাকা থেকে পুত্রবধূ হত্যাকারী শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পিবিআই।

গতকাল সোমবার(২২ আগস্ট) তাদেরকে আটক করা হয়।

বিগত সাত বছর পূর্বে শ্বশুরের সাথে ঝগড়ার জের ধরে বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নে রুবি আক্তার নামে এক গৃহবধূ খুন হয়েছিল। আজ মঙ্গলবার(২৩ আগস্ট) আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, ২০১৬ সালে শবে বরাতের দিন ঘরে মাংস রান্না করা নিয়ে পুত্রবধূ রুবি আক্তারের সঙ্গে শ্বশুর ইয়াকুব নবীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইয়াকুব গলা টিপে ধরলে রুবি মারা যান।

ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা রুবির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় রুবির পরিবার ইয়াকুব নবী(৬৭) ও খদিজা বেগম(৫৭) দম্পতির বিরুদ্ধে মামলা করে।

মামলার পর স্বামী ও স্ত্রী হাটহাজারীতে আত্মগোপনে ছিল।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, রুবির পরিবার মামলা করার পর জায়গা-জমি ছেড়ে রুবির শ্বশুর ইয়াকুব-শাশুড়ি খদিজা হাটহাজারী গিয়ে চৌধুরীহাটে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

মামলার তদন্তভার পিবিআই পাওয়া পর শ্বশুর-শাশুড়ির অবস্থান শনাক্ত করে হাটহাজারীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

শাশুড়ি খদিজা আজ মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের বিস্তারিত জবানবন্দি দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদ্বাদশ সংসদ নির্বাচনে সর্বাধিক ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার