হাটহাজারীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাক চাপা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা গেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
আজ সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের কুয়াইশ এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের কুয়াইশ বঙ্গবন্ধুর ম্যুরাল সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস ও ইটবোঝাই ট্রাকের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাতনামা আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে আটটার দিকে মৃত বলে ঘোষণা করেন।