হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা ১৬ দিন পর না ফেরার দেশে

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ৫:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-নাজিরহাট সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা মফিজুর রহমান মানিক(৪০) দীর্ঘ ১৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ মঙ্গলবার(১৯ জুলাই) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি গত ৩ জুলাই রাতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মহাসড়কের ধলইর পোল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

জানা যায়, ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মানিক গত ৩ জুলাই রাতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার সময় চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের ধলইর পোল নামক স্থানে অজ্ঞাতনাম একটি গাড়ি চাপা দিলে তিনি মারাত্মকভাবে আহত হয়। পরে রাতে তার এক বন্ধু তাকে আহত অবস্থা থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করান।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে পুনরায় চমেক হাসপাতালে ভর্তি করালে আজ মঙ্গলবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার ৯ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এই যুবলীগ নেতার মৃত্যুর সংবাদ এলাকায় এসে পৌঁছালে স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে ৭৪ ঘর
পরবর্তী নিবন্ধপটিয়ায় তৈলবাহী গাড়ির ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত