হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৫ এপ্রিল, ২০২২ at ৪:২৮ অপরাহ্ণ

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকার ইজতেমা মাঠ সংলগ্ন স্হানে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা মারা গেছে।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে এই দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মহিলার বয়স আনুমানিক ৬৫ বছর হতে পারে বলে পুলিশের ধারণা।

স্হানীয়, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার এই মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন স্হানে সিএনজিচালিত অটোরিকশা দূর্ঘটনা এই মহিলা মারাত্মকভাবে আহত হয়। উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরন করলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্হায় এই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. শহিদুল ইসলাম নামে জনৈক ব্যক্তি অজ্ঞাত এই মহিলার মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইফতার পর্যন্ত বাঁচতে চেয়েছিলেন মোরশেদ : র‍্যাব
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ২৬ শ্যালোমেশিন, পাইপ জব্দের পর ধ্বংস