হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে আজ রবিবার (১৪ মে) পৃথক দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
সকালে কালীদাশ চৌধুরীহাটে প্রথম এবং বিকেলে মুহুরীহাট বটতলে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।
রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা হুমায়ুন কবির (৪০) নামে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন।
একই দিন বিকালে বটতলে একটি প্রাইভেট কার এরশাদ (৩০) নামে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিলে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।
আহতদের উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।
আহত হুমায়ুন কবিরের ভাই দিদারুল আলম জানান, কবিরকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছেন।
অপরদিকে, মির্জাপুর ইউপি মেম্বার জাকির হোসেন জানান, আজ রবিবার বিকালে একটি প্রাইভেট কার চারিয়া নজুমিয়া মসজিদ এলাকায় এরশাদ নামে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে জানান তিনি।