হাটহাজারীতে পৃথক ৩ দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ১০:১৯ অপরাহ্ণ

হাটহাজারীতে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

উপজেলার কাপ্তাই মহাসড়কের নজুমিয়া হাটে সকালে, নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় বিকালে এবং রাঙামাটি মহাসড়কের নাপিতের ঘাটা এলাকায় রাতে এই তিনটি দুর্ঘটনা ঘটে।

পৃথক এই সব দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী, পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নজুমিয়া হাট এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

রাউজান বাগোয়ান ইউনিয়ন থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি প্রাইভেট কার চট্টগ্রাম বিমানবন্দরে তাদের বিদেশগামী এক আত্মীয় যাত্রীকে বিদায় দিতে গিয়েছিল। বিদেশগামী যাত্রীকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে কাপ্তাই মহাসড়কের হাটহাজারী অংশের নজুমিয়া হাট এলাকায় প্রাইভেট কারটি পৌঁছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে কারে থাকা গাড়ির চালকসহ পাঁচজন আহত হয়।

আহতদের উপস্থিত লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গাড়ির চালক রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম আসিফকে মৃত বলে ঘোষণা করেন।

একই এলাকার আহত মো. জাফর (৪৫), রুজি আক্তার (২৫), মুহাম্মদ রানা (১২), মুহাম্মদ আবিদ (৫) ও মিম(৭)কে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে।

কাপ্তাই মহাসড়কের নজুমিয়া হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান।

তাছাড়া বিকাল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে মোটরসাইকেলের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাটহাজারীর মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামের হাদী চাঁদের বাড়ির মুহাম্মদ হাবিবুল্লাহর স্ত্রী ঝিনু আক্তার (২৭) ও তার দুই সন্তান যথাক্রমে মাহিদ (৮), তাসনিয়া (৩) ও এক মোটরসাইকেল চালক সাইফুল আমিন (১৮) আহত হয়।

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝিনু আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল চালক সাইফুল আমিনের আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু এবং আরো তিনজন আহত হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক একরামুল হক।

এদিকে, আজ রাত আটটা/সাড়ে আটটার দিকে রাঙামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার নাপিতের ঘাটা সংলগ্ন এলাকায় মোহাম্মদ জিহান নামে (১৪) এক মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা মারা গেছে।

তিনি ফটিকছড়ি উপজেলার বক্তপুর এলাকার জহুর মিয়ার পুত্র।

নিহত জিহান তার এক আত্মীয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে পৌঁছলে একটি ভ্যান গাড়ি হঠাৎ সড়ক পরিবর্তন করার সময় একটি দ্রুতগামী ট্রাক নগরীর দিকে যেতে দেখে তিনি জীবন বাঁচাতে মোটরসাইকেল থেকে লাফ দিলে দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশের একটি দল মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেছে বলে আজ রাতে গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বাড়াতে বাতাস দিচ্ছে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১০ গাড়ি জব্দ