হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর ও ১নং ওয়ার্ডের সন্দ্বীপ পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালের দিকে মোহাম্মদপুর এলাকার মো. নাতাম (দেড় বছর) নামে এক শিশু অভিভাবকদের অজান্তে খেলতে গিয়ে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করার সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে এই গ্রামের মো. সুজনের পুত্র।
অপরদিকে, পৌরসভার ১নং ওয়ার্ডের সন্দ্বীপ পাড়া এলাকার মো. রুবেলের পুত্র রিফাত (১০) তার দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সে পানিতে তলিয়ে যায়। এই সময় তার বন্ধুদের শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইহাবুল আলম।