জার্মানিতে হামবুর্গ বিমানবন্দরে এক শিশুকে জিম্মি করার ঘটনায় বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে বাতিল করা হয়েছে সকল ফ্লাইট।
অস্ত্রধারী এক ব্যক্তি নিরাপত্তা বেষ্টনি ভেদ করে টারমাকে চলে গেলে এ ঘটনা ঘটে।
একটি বিমানের নিচে পার্ক করা এক গাড়িতে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি ও ৪ বছর বয়সী এক শিশু থাকার কথা জানিয়েছে পুলিশ।
হামবুর্গ পুলিশ চলমান অবস্থাকে উত্তেজনাপূর্ণ হিসেবে উল্লেখ করলেও সন্দেহভাজন ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং এটাকে শুভ লক্ষণ বলে জানায়।
ঘটনাটি শুরু হয় যখন ওই ব্যক্তি যেখানে বিমানগুলো পার্ক করে রাখা হয় সেখানে তার গাড়িটি নিয়ে ঢুকে পড়ে। তিনি গাড়িটি টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের নিচে পার্ক করেন।
পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তিটি তার অস্ত্র থেকে শূন্যে দুইবার গুলি ছোড়ে এবং গাড়ি থেকে জ্বলন্ত বোতল ছুড়ে মারে।
কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে সেই বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি। রবিবার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য শিশু অপহরণের বিষয়ে জানান এবং এর কিছুক্ষণ পরই ওই ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা ডিপিএকে জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির সাথে তুর্কি ভাষায় আলোচনা চলছে। ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না, সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।