হা‌লিশহ‌র আনন্দবাজারে আগু‌নে ৫২ ঘর পুড়ে ছাই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১২:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপি‌জেড থানাধীন দ‌ক্ষিণ হা‌লিশহ‌রের আনন্দবাজার এলাকার চান্দর পাড়ায় আগু‌নে আজাদ ক‌লোনির ৫২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ত‌বে এ ঘটনায় কেউ হতাহত হয়‌নি।

সোমবার দিবাগত রাত সা‌ড়ে ৮টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের ৫‌টি ইউনিট ঘটনাস্থল পৌঁ‌ছে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

এ ব্যাপারে ই‌পি‌জেড ফায়ার স্টেশ‌নের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার একেএম রায়হানুল আশরাফ হো‌সেন ব‌লেন, “রাত ৮টা ৩৫ মি‌নি‌টে আগুন লাগার খবর পে‌য়ে ফায়ার স্টেশ‌নের ৫‌টি গা‌ড়ি নিয়ে ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে ১ ঘণ্টা ৫০ মি‌নি‌টের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আন‌তে সক্ষম হই।”

তিনি আরো বলেন, “আমরা ক্ষ‌তিগ্রস্ত ভাড়া‌টিয়া‌দের সাথে কথা বলে জান‌তে পে‌রে‌ছি, পা‌শের এক‌টি ক‌ক্ষে ক‌লোনির মালিক আ‌নোয়ারুল আজা‌দের কিছু প্লা‌স্টিক পাইপ ছিল, সেখান থে‌কেই প্রথ‌মে আগুন লাগে।”

তিনি জানান, তবে ক‌লোনির পা‌শে পুকুর থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে। তিনি ধারণা কর‌ছেন বৈদ্যুাতিক শর্ট সা‌র্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পোড়া স্তূপ থে‌কে টে‌নে টে‌নে আধা‌পোড়া জি‌নিসপত্র বের কর‌ছেন আগু‌নে ক্ষ‌তিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তদের একজন বলেন, হঠাৎ রাত সা‌ড়ে ৮টার দিকে চা‌রি‌দিকে আগুন আগুন ব‌লে শোর‌গোল পড়ে যায়। বউ-বাচ্চাসহ জীবন নি‌য়ে বের হ‌য়ে আ‌সি। আগু‌নে আমার জায়গা-জ‌মির দ‌লিল পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র সহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা